• বিনোদন প্রতিবেদক
  • ০৫ জানুয়ারি ২০২১ ১৬:৪৯:২৯
  • ০৫ জানুয়ারি ২০২১ ১৬:৪৯:২৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশার মৃত্যু

আশা চৌধুরী। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যু হয়েছে। ৪ জানুয়ারি, সোমবার মধ্যরাতে দারুস সালাম এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় তার মৃত্যু হয়। নাট্যনির্মাতা রোমান রুনি এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রোমান রুনি জানান, গতকাল সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

আশা চৌধুরীর অকাল মৃত্যুতে অনেক অভিনেতা শোক প্রকাশ করেছেন। তার মৃত্যু অভিনেতা আনিসুর রহমান মিলনও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে মিলন লিখেছেন, আমার ২০২১ সালের শুরুর কাজটি ছিলো ১, ২ তারিখ। যেখানে আশা চৌধুরী নামে এই মেয়েটি অভিনয় করেছে, তার মানে দু’দিন আগেই একসঙ্গে কাজ করেছি। আজ সকালে এক সড়ক দুর্ঘটনায় আশা চিরতরে আমাদের ছেড়ে চলে যান। আশার আত্মার মাগফিরাত কামনা করি।

শিহাব শাহীনের টেলিফিল্ম ‘একদিন সোফিয়া’ অভিনয় করার মধ্যে দিয়ে ছোটপর্দায় পা রাখেন আশা চৌধুরী। এরপর থেকেই নিয়মিত কাজ করেছে তিনি। এছাড়াও রোমান রুনির ‘দ্যা রিভেঞ্জ’ ও ‘এক ফালি রোদ’, জয় সরকারের ‘ওল্ড ইজ গোল্ড’, কামরুজ্জামান পুতুলের টেলিছবি ‘স্বপ্নে বিভোর বাবা’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন আশা।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1611 seconds.