• বিদেশ ডেস্ক
  • ০৫ জানুয়ারি ২০২১ ১৮:৪৯:২১
  • ০৫ জানুয়ারি ২০২১ ১৮:৪৯:২১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

অবশেষে কাতার-সৌদির মধ্যে সম্পর্কের বরফ গলল

ছবি : সংগৃহীত

অবশেষে কাতার ও সৌদি আরবের মধ্যে সম্পর্কের বরফ গলল। দীর্ঘ সাড়ে ৩ বছরের বিরোধকে পাশে রেখে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-ছানিকে আলিঙ্গন করলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্য দিয়ে দেশ দুটির মধ্যে আবারো সুসম্পর্কের পথ তৈরি হলো।

গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সম্মেলনে যোগ দিতে সৌদি শহর আল-উলায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমন খবর প্রকাশ করেছে আলজাজিরা।

এই গণমাধ্যমটির ভিডিও ফুটেজে দেখা যায়, কাতারের আমিরকে একেবারে বিমানের সিঁড়ির কাছে এসেই আলিঙ্গন করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমদ নাসের আল-সাবাহ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক ঘোষণায় জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবে সৌদি আরব ও কাতারের মধ্যে স্থল, জল ও আকাশ সীমা খুলে দেয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এরপর সন্ধ্যায় প্রথমে স্থল সীমানা খুলে দেয়া হয়। সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, কথিত সন্ত্রাসবাদের অভিযোগে গত ২০১৭ সালে সৌদির নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসর বন্ধু রাষ্ট্র কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবং অর্থনৈতিক অবরোধ আরোপ করে। এছাড়াও জল, স্থল ও আকাশসীমা বন্ধ করে দেয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এই পদক্ষেপের পিছনে প্রধান ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হয়। তবে কাতার এবং সৌদি ও তার মিত্রদের মধ্যকার এই বিরোধের অবসান ঘটাতে দীর্ঘদিন ধরে মধ্যস্থতা করে আসছিল কুয়েত।

এদিকে শুরুতে কাতারের বিরুদ্ধে অবরোধকে যথাযথ বললেও দেশটির ইরানের প্রতি ঝুঁকে পড়া ঠেকাতে মেয়াদের শেষে এসে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলা/এনএস

সংশ্লিষ্ট বিষয়

সম্পর্ক সৌদি আরব কাতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1586 seconds.