ছবি : সংগৃহীত
দীর্ঘদিনের প্রেম শেষে বছরখানেক আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হলিউড তারকা এমা স্টোন। তার বর বিখ্যাত মার্কিন টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’র পরিচালক কমেডিয়ান ডেভ ম্যাকক্যারি। এবার এই দম্পতির ঘরে আসতে যাচ্ছে নতুন অতিথি।
শিগগিরই এমা প্রথম সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। একাধিক বিদেশি সংবাদমাধ্যম এমন খবর দিয়েছে।
সম্প্রতি লস অ্যাঞ্জেলসের সড়কে বেবি বাম্পসহ দেখা মিলেছে এমা স্টোনের। পাপ্পারাজ্জিদের ক্যামেরায়ও ধরা পড়েছে অন্তঃসত্ত্বা এই অভিনেত্রীকে।
যদিও আনুষ্ঠানিকভাবে ৩২ বছর বয়সী এমা এখনো কিছু জানাননি, তবে ঘনিষ্ঠ সূত্রে বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমবার মা হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত ‘লা লা ল্যান্ড’খ্যাত এই অভিনেত্রী। ইতোমধ্যে প্রথম গর্ভধারণের ফলে লাবণ্য আরো বেড়েছে এমার। সন্তান ও নিজের স্বাস্থ্যের সুরক্ষায় দারুণ পরিচর্যাও চালিয়ে যাচ্ছেন তিনি।
২০০৪ সালে মঞ্চে অভিনয়ের ক্যারিয়ার শুরুর করেন এমা। টেলিভিশনের বেশ কয়েকটি চরিত্রে দেখা যায় তাকে। পরবর্তীতে থিতু হন বড় পর্দায়। বেশ কিছু ব্যবসাসফল সিনেমার উপহার দেওয়া এমা ২০১৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের ছোট্ট তালিকায়ও ছিলেন। অভিনয় করে অর্জন করেছেন বেশ কিছু সম্মাননা।
‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানেই এমার পরিচয় হয় অনুষ্ঠানটির পরিচালক ডেভ ম্যাকক্যারির সঙ্গে। যা পরবর্তীতে গড়ায় বন্ধুত্বে। সেই সম্পর্ক প্রণয় হয়ে পরিণয়ে রূপ নেয় ২০১৯ সালের শেষ দিকে। অবশেষে এই জুটির সংসারে আসতে চলেছে নতুন প্রাণ!
বাংলা/এসএ/