ছবি : সংগৃহীত
রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টে বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের হামলা-সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল ৬ জানুয়ারি, বুধবার দেশটির রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টের অধিবেশন চলাকালেই নজিরবিহীন তাণ্ডব চালায় ট্রাম্পের সমর্থকরা। ওই অধিবেশনে নবনির্বাচিত রাষ্ট্রপতি জো বাইডেনের জয় অনুমোদনের প্রক্রিয়া চলছিল।
ওয়াশিংটন ডিসি পুলিশের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানায়, প্রথমেই পুলিশের গুলিতে এক নারী নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে আরো এক নারীসহ তিনজনের মৃত্যু হয়।
নিহত নারী বিমানবাহিনীর সাবেক অ্যাশলি ব্যাবিট। সান দিয়াগোর বাসিন্দা ওই নারী ক্যাপিটল ভবনের ভেতরেই নিহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে আজ ৭ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টার পর ক্যপিটল হিলের বিক্ষোভ সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার।
তিনি জানান, হাউজরুমে অধিবেশন চলাকালে কয়েজন জোরপূর্বক প্রবেশ করেন। ওই দলটির সদস্য ছিলেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া নারী। সাদা পোশাকের কয়েকজন কর্মকর্তা তাদের বাধা দেন। কিন্তু বাধা উপেক্ষা করে এগিয়ে আসার সময় অফিসারদের একজনের গুলিতে ওই নারী মারা যান।
নিহত বাকি তিনজনের মধ্যে একজন নারী ও দুই জন পুরুষ রয়েছেন বলেও জানান মিজ বাউসার।
এই হামলা-সংঘর্ষে মেট্রো পুলিশ ডিপার্টমেন্টের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন। এদিকে শেষ সংবাদ পাওয়া পর্যন্ত এই ঘটনায় জড়িতদের মধ্যে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে কারফিউ ভাঙ্গার দায়ে।
বাংলা/এসএ/