শাবনূর। ফাইল ছবি
বাংলাদেশর জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। জনপ্রিয়তার দিক দিয়ে বর্তমান সময়ের কোনো অভিনেত্রী তার ধারের কাছেও আসতে পারেনি। তবে অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় হয়েছেন। আর নিজের ফেক আইডির বিষয়ে ভক্তদের করছেন সতর্ক।
অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক আইডি ও পেজ চালানো হচ্ছে। সহজেই বিখ্যাত হওয়ার মন্দ তাড়নায় এগুলো চালানো হচ্ছে। তাই এসব সম্পর্কে ভক্ত-অনুরাগীদের সাবধান করলেন শাবনূর।
এ বিষয়ে শাবনূর বলেন, ফেসবুকে আমার নামে অনেক পেজ ও অ্যাকাউন্ট রয়েছে। এগুলো আমি চালাই না। শুধু একটি আইডি রয়েছে যা অনেক আগে আমি খুলেছিলাম। সেটাতে আমি নিজেই নিয়মিত নই। তাই ওটাকেও এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছি।
তিনি আরো বলেন, সম্প্রতি অনেক অ্যাকাউন্ট ও পেজ দেখছি খুব সক্রিয় আমার নামে। সেগুলোর কোনো কোনোটিতে পঞ্চাশ হাজারের উপরে ফলোয়ারও রয়েছে। এগুলো কোনোটাই আমার নয়। সবাই সাবধান থাকুন। নইলে যে কোনো সময় হয়তো প্রতারণার শিকার হতে পারেন।
অভিনেত্রী আরো বলেন, আমি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছি। সেটাতেই আমি সক্রিয় থাকি। কেউ চাইলে আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করেতে পারেন।
বাংলা/এনএস