• বিদেশ ডেস্ক
  • ০৮ জানুয়ারি ২০২১ ২২:২৯:২৩
  • ০৮ জানুয়ারি ২০২১ ২২:২৯:২৩
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

৪ দেশের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য হুমকি

ফাইল ছবি

লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে দেশটি। ২০২১ সালে মধ্যপ্রাচ্যের এই চারটি দেশ থেকে হামলার আশঙ্কা করছে ইসরায়েল। কিন্তু এ সময়ে উল্টো ইসরায়েলের সেনাবাহিনীর শক্তি কমেছে।

ইসরায়েলের গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় এবং ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্প জোরদার করায় ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। এ সময় ইসরায়েলের সেনাবাহিনীর শক্তিও হ্রাস পায়।

এই সমস্যা থেকে উত্তরণের জন্যও ওই প্রতিবেদনে ইসরায়েলের সরকারকে পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে মিশর, জর্ডান ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা জোরদার করতে হবে। একইসঙ্গে হামাস যাতে শক্তি বাড়াতে না পারে সেই বিষয়েও পদক্ষেপ নিতে হবে। হামাসের সামরিক হামলা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বাংলা/এনএস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1483 seconds.