ছবি : সংগৃহীত
গভীর রাতে ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় ৯ জানুয়ারি, শনিবার রাত ২টার দিকে রাজ্যটির ভান্ডারা জেলার জেনারেল হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে এ অগ্নিকাণ্ডটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আগুন লাগার পরপরই আশপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ১০ নবজাতক পুড়ে মারা যায়। এদের প্রত্যেকেরই বয়স ছিলো ১ থেকে ৩ মাস। তবে আরো সাত শিশুকে জীবিত উদ্ধার করা হয়।
ভান্ডারা জেলা সিভিল সার্জন প্রমোদ খান্দাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেয়ে আমাকে খবর দেন নার্স। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে ছুটে আসি।’
নবজাতকদের জন্য খুবই ভালো হিসেবে পরিচিত এই হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের সময় হাসপাতালে মোট ১৭ জন শিশু ছিল বলেও জানান তিনি।
সিভিল সার্জন বলেন, ‘দুর্ভাগ্যবশত ১০ শিশুর মৃত্যু হয়েছে। বাকি ৭ শিশু নিরাপদে আছে।’
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।তবে এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলা/এসএ/