• বিদেশ ডেস্ক
  • ০৯ জানুয়ারি ২০২১ ১০:৪৮:২৯
  • ০৯ জানুয়ারি ২০২১ ১০:৪৮:২৯
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

করোনার টিকা নিলেন সৌদি বাদশাহ

ছবি : সংগৃহীত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

গতকাল ৮ জানুয়ারি, শুক্রবার তিনি টিকাটির প্রথম ডোজ নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিয়াম শহরে করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন বাদশাহ।

সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএ বাদশার টিকা নেয়ার দুটি ছবি এবং একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে বলেও জানায় রয়টার্স। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

এদিকে করোনার টিকা নেওয়ায় বাদশাহকে ধন্যবাদ জানিয়েছে সৌদি স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বলেন, ‘করোনা প্রতিরোধে আজ (শুক্রবার) বাদশাহ ভ্যাকসিন নিয়েছেন। তিনি করোনা মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশের নাগরিক ও বাসিন্দাদের স্বার্থে সব ধরনের সহায়তা দিয়ে আসছেন।’

এদিকে এএফপির সংবাদে বলা হয়েছে, ফাইজার-বায়োএনটেকের করোনা টিকার প্রথম চালান পাওয়ার পর গত ১৭ ডিসেম্বর থেকে টিকা দেয়া শুরু করেছে সৌদি আরব।

তিন ধাপে সেখানে বিনামূল্যে করোনার টিকা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির নাগরিক ও বাসিন্দাদের সকলে এই সুবিধা লাভ করবেন। তবে প্রথম ধাপে টিকা পাবেন ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা। দ্বিতীয় ধাপে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিরা ও সর্বশেষ ধাপে বাকি সবাইকে এই টিকা দেয়া হবে।

এখন পর্যন্ত সৌদি আরবে ৩ লাখ ৬৩ হাজার ৫৮২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ হাজার ২৮২ জন ইতোমধ্যে মারা গেছেন।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1432 seconds.