ইব্রাহীম দেওয়ান। ছবি : সংগৃহীত
নাটোরে ভিজিএফের কার্ড করে দেয়ার কথা বলে গৃহবধূকে ডেকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ জানুয়ারি, শুক্রবার নলডাঙ্গায় উপজেলার বাঁশভাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ান ও তার সহযোগী বকুল। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত বছর ৩ অক্টোবর উপজেলার এক গৃহবধূ ভিজিএফ কার্ড করে দেয়ার জন্য ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম দেওয়ানের কাছে যান। এ সময়ে ভুক্তভোগী গৃহবধূকে পাশের একটি বাড়িতে নিয়ে দুই সহযোগীসহ ধর্ষণ করেন ইব্রাহীম। একই সঙ্গে সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন তিনি।
তবে ওই নেতার ভয়ভীতি ও নজরদারি কারণে তৎক্ষণাৎ মামলা করতে পারেননি ওই গৃহবধূ। এ ঘটনার তিন মাস পর ইব্রাহীমের নজরদারি এড়িয়ে থানায় মামলা দায়ের করলে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এরপর উপজেলার বাঁশভাগ এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহীম ও তার সহযোগী বকুলকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের অপর এক সহযোগীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা/এনএস