ছবি : সংগৃহীত
ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ ১০ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ক্যারিবীয়রা। যদিও করোনা পরিস্থিতি ও ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন দলটির নিয়মিত বেশ কয়েকজন সিনিয়র সদস্য।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই প্রায় ১১ মাস পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। আগামী ২০ জানুয়ারি মিরপুরে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুরে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
আজ ঢাকায় পা রাখলেও মাঠে নামতে পারবে না সফরকারীরা। করোনার কারণে প্রথম তিনদিন তাদের থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।
ক্যারিবীয়দের ওয়ানডে দলের নেতৃত্ব দিবেন জ্যাসন মোহাম্মদ। অন্য সদস্যরা হলেন—সুনীল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, যশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, র্যামন রেইফার, কিয়োন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে টেস্ট দলে আছেন—জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, যশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলঝারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, র্যামন রেইফার, জোমেল ওয়ারিকান।
বাংলা/এসএ/