• ক্রীড়া ডেস্ক
  • ১০ জানুয়ারি ২০২১ ১৪:১২:৪১
  • ১০ জানুয়ারি ২০২১ ১৪:১২:৪১
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে মরক্কো-কেনিয়ার দৌড়বিদরাই সেরা

ছবি : সংগৃহীত

জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই আসরের ফুল ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন মরক্কোর হিশাম লাকোহি। আর হাফ ম্যারাথনে কেনিয়ার এডউইন কিপরপ কিপো হয়েছেন সেরা।

৪২ দশমিক এক নয় পাঁচ কিলোমিটারের ফুল ম্যারাথনে অংশ নেন ১০০ জন। এদের সেরা হওয়ার পথে হিশাম সময় নিয়েছেন ২ ঘণ্টা ১০ মিনিট ৪০ সেকেন্ড। এতে দ্বিতীয় হওয়া তারই স্বদেশি আজিজ লামবাভি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১০ মিনিট ৫১ সেকেন্ড। আর তৃতীয় হওয়া কেনিয়ার জ্যাকব কিভেট ম্যারাথনটি শেষ করেছে ২ ঘণ্টা ১৩ মিনিট ১২ সেকেন্ডে।

এই ক্যাটাগরিতে ২ ঘণ্টা ২৯ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে মেয়েদের মধ্যে সেরা হয়েছেন কেনিয়ার অ্যাঞ্জেলা জিম আসুন্দে। দ্বিতীয় হওয়া ইথিপিওয়ার ফান্তু এথিসা জিম্মা সময় নিয়েছেন ২ ঘণ্টা ৩২ মিনিট ৩১ সেকেন্ড। তারই স্বদেশী বিরুপ তাহিত এসেতু দিগাফফা ২ ঘণ্টা ৩৫ মিনিট ১৬ সেকেন্ডে দৌড়টি শেষ করে তৃতীয় হয়েছেন।

২১ দশমিক ৩৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে অংশ নেন ১০০ জন প্রতিযোগী। এতে ছেলেদের মধ্যে প্রথম হতে কেনিয়ার এডউইন কিপরপ কিপো সময় নিয়েছেন ১ ঘন্টা ৪ মিনিট ১১ সেকেন্ড। একই বিভাগে মেয়েদের এলিট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন তারই স্বদেশী নাউম জেবেথ। তিনি দৌড়টি শেষ করেছেন ১ ঘণ্টা ১৪ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে। রানারআপ হন মরক্কোর দৌড়বিদ সুকাইনা।

সাফ ক্যাটাগরিতে ছেলেদের আধিপত্য ছিল ভারতের দৌড়বিদদের। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৪ সেকন্ড সময় নিয়ে এই ক্যাটাগরির সেরা হয়েছেন ভারতের বাহাদুর সিং। মেয়েদের মধ্যে ২ ঘণ্টা ৫৯ মিনিট ৪১ সেকেন্ড সময় নিয়ে সেরা হন নেপালি দৌড়বিদ পুষ্পা ভাণ্ডারি।

এদিকে বাংলাদেশি রানার্স বিভাগে ২ ঘণ্টা ৯ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন ফারদিন মিয়া। মেয়েদের ইভেন্টে প্রথম হয়েছেন পাপিয়া খাতুন। তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ড।

হাফ ম্যারাথন বাংলাদেশি রানার ইভেন্টে প্রথম হয়েছেন মো. সোহেল রানা। তার সময় লেগেছে ১ ঘণ্টা ১৫ মিনিট ১৬ সেকেন্ড।

আজ ১০ জানুয়ারি, রবিবার সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখান থেকে শুরু হওয়া ম্যারাথন গুলশান হয়ে গিয়ে শেষ হয় হাতিরঝিলে।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন, মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন।

ফুল ম্যারাথনে বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়নের প্রাইজমানি ১৫ হাজার ডলার এবং রানার্সআপ পাবেন ১০ হাজার ডলার। দেশি-বিদেশি মিলে ফুল ও হাফ ম্যারাথনে ১০০ জন করে মোট ২০০ জন অংশ নেন ঢাকার এই প্রতিযোগিতায়।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1529 seconds.