ছবি : সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে ৩ জনের। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও রয়েছেন। এ ঘটনায় নারী-শিশুসহ আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল ১০ জানুয়ারি, রবিবার স্থানীয় সময় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক ঘণ্টার ব্যবধানে শহরটির এভান্সটনের কয়েকটি এলাকায় হামলা চালানো হয়। হামলার কারণ জানতে তদন্ত শুরু করেছে শিকাগো পুলিশ।
পরে জেসন নাইটেঙ্গেল নামের ৩২ বছর বয়সী ওই হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন।
এর আগে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী (৩০) এবং একটি ভবনের নিরাপত্তাকর্মী (৪৬) তার গুলিতে নিহত হন। আহতদের মধ্যে এক নারী ও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন শিকাগোর পুলিশ সুপার ডেভিড ব্রাউন।
বাংলা/এসএ/