ছবি : সংগৃহীত
বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন’ হিসেবে উল্লেখ করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। পেশায় মনোচিকিৎসক ম্যারি মনে করেন, তার চাচা ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি।
দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল হিলে অবস্থিত পার্লামেন্টে ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন হামলা-ভাংচুরের পরই দেশের ভেতর-বাইরে ব্যাপকভাবে সমালোচিত হয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই হামলার পেছনে ট্রাম্পের উস্কানি ছিল। এমনকি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হামলাকারীদের প্রশংসাও করেছেন। এরই প্রেক্ষিতে সকল মহলে তার সমালোচনা শুরু হয়। এমন অবস্থায় তার ভাতিজিও যোগ হলেন সমালোচকদের তালিকায়।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যারি ট্রাম্প বলেন, ‘নির্বাচনে হেরে গিয়ে ট্রাম্প বর্তমানে অনেকটাই মানসিক ভারসাম্যহীন।’
মার্কিন গণতন্ত্রের জন্য ক্ষতিকর আরো কিছু করার আগেই তাকে ইমপিচ (অভিশংসন) করে ক্ষমতা থেকে সরানো উচিত বলেও মন্তব্য করেন তিনি। আর শিগগিরই এই প্রক্রিয়া শুরু করার জন্যও আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান ম্যারি।
এদিকে গত সপ্তাহেই ট্রাম্পকে ‘পুরোপুরি ভারসাম্যহীন’ উল্লেখ করে দ্রুত তাকে ইমপিচ (অভিশংসন) করার প্রস্তুতি শুরুর কথা জানান হাউজ অব রিপ্রেসিন্টিটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা ইতোমধ্যে এমন প্রস্তাব তুলেছেন।
বাংলা/এসএ/