ফাইল ছবি
চলতি মাসের ২৮ তারিখের মধ্যে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ১১ জানুয়ারি, সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন তিনি।
পরীক্ষা ছাড়াই ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের জন্য ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (সংশোধিত) অধ্যাদেশ, ১৯৬১’ এবং সংশোধিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে সংশোধিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন আর অধ্যাদেশ হচ্ছে না। সংশোধিত আইনের খসড়া আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থাপন ও পাশের পর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।
তিনি আরো জানান, সংশোধিত আইন অনুযায়ী দুর্যোগকালীন পরীক্ষা নিতে সক্ষম না হলে মূল্যায়ন তথা ফলাফল দেয়ার বিধান যুক্ত করা হয়েছে। বিদ্যমান আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের বিধান নেই।
প্রসঙ্গত, করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সরকার। তাই জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে।
বাংলা/এনএস