ছবি : সংগৃহীত
অবশেষে প্রায় ১৮ ঘণ্টা পর অন্ধকার ঘুচলো পাকিস্তানের। ১০ জানুয়ারি, রবিবার দেশটির বৈদ্যুতিক পরিস্থিতি স্বাভাবিক হয়। গত শনিবার দিবাগত মধ্যরাতে ‘ব্ল্যাক আউটে’ ঢেকে যায় দেশটি। দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করেন।
পাকিস্তানে বিদ্যুৎ সরবাহ ব্যবস্থা বেশ জটিল ও সুক্ষ্ম। ফলে ২১ কোটির বেশি মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বেশ কঠিন হয়ে পড়ছে। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির বিদ্যুৎমন্ত্রী এই তথ্য জানান।
এ বিষয়ে ওমর আইয়ুব খান বলেন, পাকিস্তানের বেশিরভাগ স্থানেই প্রায় ১৮ ঘণ্টা পরে বিদ্যুৎ ছিলো না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পাওয়ার প্লান্টও বন্ধ রাখতে হয়। বিদ্যুৎ না থাকায় দীর্ঘ সময় রাজধানী ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, পেশোয়ার ও বেলুচিস্তানসহ বড় বড় শহরগুলো অন্ধকারে ঢেকে যায়। বিদ্যুৎ সঙ্কটের কারণে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমও ব্যহত হয়েছে।
দেশটির ন্যাশনাল ট্রান্সমিশন ডেসপাচ কোম্পানির (এনটিডিসি) বরাত দিয়ে তিনি জানান, সবগুলো ৫০০কেভি এবং ২০০কেভি গ্রিড স্টেশন ও ট্রান্সমিশন লাইন আবারও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করে দিয়েছে। পুরো পাকিস্তানজুড়েই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে।
এর আগে দেশটির বিদ্যুৎমন্ত্রী জানান, এনটিডিসি’র বিদ্যুৎসংযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিদ্যৎ বিপর্যয় ঘটেছে।
বাংলা/এনএস