ছবি : সংগৃহীত
রাঙ্গামাটিতে পাথরবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এর নিচে চাপা পড়ে মারা গেছেন তিন ব্যক্তি।
আজ ১২ জানুয়ারি, মঙ্গলবার সকালে কুতুকছড়ি এলাকায় অবস্থিত ওই বেইলি ব্রিজটি ভেঙে পড়ার পর খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, এমনিতেই কয়েক বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল ওই বেইলি ব্রিজটি। আজ সকালে পাথরবোঝাই ট্রাকটি ব্রিজে ওঠার পরপরই সেটি ভেঙে ট্রাকসহ নিচে পড়ে যায়।
পরে স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়া হলে তারা এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন।
তিনি জানিয়েছেন, স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
বাংলা/এসএ/