ছবি : বাংলা
বিশিষ্ট সাংবাদিক, সংবিধান বিশেষজ্ঞ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম নামাজে জানাজা সুপ্রিম কোর্ট অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জানুয়ারি, মঙ্গলবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা।
জানাজায় সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাসহ বিপুল সংখ্যক আইনজীবী ও সাংবাদিকরা অংশ নেন।
জানাজা শেষে মিজানুর রহমান রহমান খানের মরদেহে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুল শ্রদ্ধা নিবেদন করেন।
মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন, সংগঠনের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল জাব্বার খান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক মো. বাহাউদ্দিন আল ইমরান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল আলম।
শ্রদ্ধা নিবেদন শেষে মিজানুর রহমান খানের মরদেহ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিয়ে যাওয়া হয়।
এর আগে গতকাল ১১ জানুয়ারি, সোমবার সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান খান (৫৪) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।