ছবি : সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে জাপান। গতকাল ১১ জানুয়ারি, সোমবার পর্যন্ত অন্তত ১১ জন এতে নিহত হয়েছেন। প্রায় তিনশ মানুষ আহত হয়েছেন।
নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। ঝড়ের কবলে গোটা জাপানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
জাপান টাইমস, গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এবার দেশটিতে যে পরিমাণ তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল, তার দ্বিগুণ তুষারপাত হয়েছে। ভয়াবহ এমন তুষারপাতের মুখোমুখি দেশটির মানুষ খুব কমই হয়েছেন।
তীব্র তুষারঝড়ের কারণে দেশটির বেশ কিছু এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ওইসব এলাকার সাথে দেশের অন্যান্য স্থানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপকূলীয় কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল দিনভর জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারীয় তুষারপাত হয়েছে।
এক ভিডিও প্রতিবেদনে বিবিসি জানায়, বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল, তার দ্বিগুণ হচ্ছে।
শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে ওইসব অঞ্চল ব্যাপক তুষারপাতের কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তারা জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে সতর্ক করেছেন।
বহু এলাকার বাসা বাড়িতে লোকজন আটকা পড়েছেন। সরকারি উদ্ধারকর্মীদের পাশাপাশি তাদের উদ্ধার কাজে স্বেচ্ছাসেবকদেরও অংশ নিতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে মারা যাওয়ার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও রয়েছেন।
বাংলা/এসএ/