ছবি : সংগৃহীত
করোনা মহামারির কারণে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে লটারি পদ্ধতিতে দেয়া হয়েছে ভর্তির সুযোগ। গতকাল ১১ জানুয়ারি, সোমবারই অনলাইনে প্রকাশিত হয়েছে ফলাফল। এতে আজব কাণ্ড ঘটেছে ময়মনসিংহে।
শহরটির ঐতিহ্যবাহী বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফলাফলের তালিকায় তিন ছেলের নাম এসেছে। এরা হলো—মো. জোবায়েরুল হাসান খান, ফায়াজ জাহাঙ্গীর ইমাম ও ফারাবী ইসলাম। তারা সবাই চতুর্থ শ্রেণিতে মর্নিং শিফটে ভর্তির সুযোগ পেয়েছে বলে ফলাফল শিটে লেখা আছে।
এ নিয়ে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মেয়েদের বিদ্যালয়ে তিন ছেলের সুযোগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাঙ্গ-বিদ্রূপ হচ্ছে।
কীভাবে তাদের নাম এই তালিকায় উঠলো বিষয়টি খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন অনেকে। সেই সাথে অনেকেই বলছেন, এতে কর্তৃপক্ষের দায়সারা কাজ প্রকাশিত হয়ে পড়েছে।
বাংলা/এসএ/