ছবি : প্রতীকী
জামালপুর প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ফরহাদ হোসেন (২৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গতকাল ১৩ জানুয়ারি, বুধবার দুপুরে উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্দচিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক ফরহাদ হোসেন ওই গ্রামেরই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শিশুটি বাড়ির পাশে একটি বাগানে আলু কুড়াতে যায়। এসময় তাকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণ করে ফরহাদ হোসেন।
শিশুটির চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে গেলে ফরহাদ পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে তাকে ধরার জন্য ঢাকা-জামালপুর সড়কের ঘোড়াধাপ বাজারসহ বিভিন্ন স্থানে ফোন করে পাহারা বসায় এলাকাবাসী।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে ধর্ষক ফরহাদ ঘোড়াধাপ বাজারে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসে উঠে পালানোর সময় সেখানে টহলরত দুজন পুলিশ ও স্থানীয়রা তাকে চিনে ফেলে। এ সময় সে বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে।
পরে পুলিশ ও স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। স্থানীয় নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ফরহাদকে আটক করে জামালপুর সদর থানায় সোপর্দ করে।
অপরদিকে শিশুটিকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, ‘ঘোড়াধাপে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ফরহাদকে আসামি করে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’
আজ ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হবে বলেও জানা তিনি।
বাংলা/আরএইচএন/এসএ/