ছবি : বাংলা
আগাম জামিন শুনানির এখতিয়ার সম্পন্ন ফৌজদারি মোশন বেঞ্চ, রিট মোশন বেঞ্চ, দেওয়ানি মোশন বেঞ্চের সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
গতকাল ১৩ জানুয়ারি, বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে সাধারণ আইনজীবীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন আহমদ মেহেদীর নেতৃত্বে সাধারণ আইনজীবীরা অবিলম্বে মোশন বেঞ্চ বাড়ানোর দাবি করেন।
মানববন্ধনে অংশ নিয়ে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী বলেন, ‘আমরা বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির কাছে ফৌজদারি, রিট ও দেওয়ানি মোশন বেঞ্চ পুনর্গঠনের জন্য লিখিতভাবে আবেদন করেছি। ইতোপূর্বে একই দাবিতে মানববন্ধন করেছি। গত চার মাস পূর্বে হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতিকে আপিল বিভাগে নেওয়া হয়েছে। তারপর দুটি মোশন বেঞ্চ শূন্য হলেও কোন নতুন বেঞ্চ দেয়া হয়নি। আজকের এই মানববন্ধন থেকে কয়েকটি মোশন বেঞ্চ পুনর্গঠন দাবি করছি।’
তিনি আরো বলেন, ‘আজকের মানববন্ধন থেকে অনুরোধ করতে চাই আগামী রবিবার কয়েকটি মোশন বেঞ্চ গঠন করতে হবে। ফৌজদারি, রিট এবং দেওয়ানি মোশন বেঞ্চ পুনর্গঠন করতে হবে।’
এই আইনজীবী নেতা আরো বলেন, ‘যদি এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা বসে থাকবে না। বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার, সুবিচার পাওয়ার সাংবিধানিক অধিকার আছে। সে বিষয়ে যদি সম্মান প্রদর্শন করা না হয়, তাহলে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সুবিধার্থে, বিচারপ্রার্থী জনগণের সুবিধার্থে; যদি আগামী রবিবার আমরা নতুন বেঞ্চ না পাই, রিট, ফৌজদারি এবং দেওয়ানি—তাহলে আগামী বৃহস্পতিবার, ২১ জানুয়ারি সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আদালত (সুপ্রিম কোর্টে আদালতের কার্যক্রমে আইনজীবীরা অংশ নেবে না) বর্জন করা হবে।’
আইনজীবী আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন—ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক জগলুল কবির, মোতাহার হোসেন সাজু, গৌরাঙ্গ চন্দ্র কর, ইকবাল করিম, জাকির হোসেন, গাজী মাসুদা বেগম, আবু সায়েম, ব্যারিস্টার সাফায়েত সুলতানা রুমী প্রমুখ।