ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারা পৃথিবীতে আরো সাড়ে ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ২০ লাখ সাড়ে ৩৯ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৫ লাখের কাছাকাছি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৮ জানুয়ারি, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৯ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৬৭৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২০ লাখ ৩৯ হাজার ৬০৭ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬ কোটি ৮১ লাখ ৬৭ হাজার ৭২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫২ লাখ ৭৩ হাজার ৩৪৬ জন করোনারোগী, যাদের মধ্যে ১ লাখ ১৩ হাজার ২১০ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৫ লাখ ৭২ হাজার ৬৭২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৮৪ লাখ ৮৮ হাজার ৯৯ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৫ লাখ ৬৮ হাজার ২০৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৩ লাখ ৯৫ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (২৯ লাখ ১০ হাজার ৯৮৯ জন), তুরস্ক (২৩ লাখ ৮৭ হাজার ১০১ জন), ইতালি (২৩ লাখ ৮১ হাজার ২৭৭ জন), স্পেন (২২ লাখ ৫২ হাজার ১৬৪ জন) ও জার্মানি (২০ লাখ ৫০ হাজার ৯৯ জন)।
কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৭ হাজার ২০২ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ৯ হাজার ৮৬৮ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫২ হাজার ৪৫৬ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার ৭০৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৮৯ হাজার ২৬১ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৮২ হাজার ১৭৭ জন), ফ্রান্স (মৃত্যু ৭০ হাজার ২৮৩ জন), রাশিয়া (মৃত্যু ৬৫ হাজার ৫৬৬ জন), ইরান (মৃত্যু ৫৬ হাজার ৮০৩ জন) ও স্পেন (৫৩ হাজার ৩১৪ জন)।
এছাড়া কলম্বিয়ায় ৪৮ হাজার ৬৩১ জন (১১তম), জার্মানিতে ৪৭ হাজার ৪৪০ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৫ হাজার ৪০৭ জন (১৩তম), পেরুতে ৩৮ হাজার ৮৭১ জন (১৪তম), দক্ষিণ আফ্রিকায় ৩৭ হাজার ১০৫ জন (১৫তম), পোল্যান্ডে ৩৩ হাজার ৩৫৫ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ২৫ হাজার ৯৮৭ জন (১৭তম), তুরস্কে ২৩ হাজার ৯৯৭ জন (১৮তম), ইউক্রেনে ২০ হাজার ৮০২ জন (১৯তম) ও বেলজিয়ামে ২০ হাজার ৩৯৬ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
বাংলা/এসএ/