ফাইল ছবি
জাতীয় দলের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য। এক যুগেরও বেশি সময় জাতীয় দলে খেলা সাবেক গোলরক্ষককে এবার দেখা যাবে গোলরক্ষকদের কোচের ভূমিকায়।
তাকে লেস ক্লিভলির স্থলাভিষিক্ত করার বিষয়টি গতকাল ১৮ জানুয়ারি, সোমবার দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আপাতত বিপ্লব ভট্টাচার্যের সাথে এক বছরের জন্য চুক্তি করেছে বাফুফে। আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপের পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের বাকি তিন ম্যাচেও জাতীয় দলে শহিদুল-আশরাফুল-জিকোদের সামলাবেন টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপ খেলা এই ফুটবলার।
এছাড়াও অনূর্ধ্ব ২৩ সহ বিভিন্ন বয়সভিত্তিক দলের সাথেও কাজ করবেন বিপ্লব। ১৯৯৭-২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের গোলপোস্ট সামলেছেন তিনি। সেই দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে নতুন গোলরক্ষক তুলে আনার স্বপ্ন তার চোখে।
এর আগে দুই মৌসুম গোলরক্ষক কোচ হিসেবে কাজ করেছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। তবে জাতীয় দলের দায়িত্ব পাওয়াটা বিপ্লব ভট্টাচার্যের কাছে স্বপ্ন পূরণের মতো। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি বলেন, ‘জাতীয় দলের গোলকিপিং কোচ হবো, এটা ছিল আমার কাছে স্বপ্নের একটা ব্যাপার। আসলে আমি জাতীয় দলের জন্যই ক্লাবের কোচিং ছেড়ে দিয়েছি। আমার চুক্তি এক বছরের জন্য। এত বছর খেলেছি। আমার অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য ভালো মানের গোলকিপার বের করে আনা।’
তার নিয়োগ প্রসঙ্গে বাফুফের স্ট্র্যাটেজিক ডিরেক্টর পল স্মলি বলেন, ‘যুব ফুটবল থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে গোলকিপারদের তুলে আনবেন বিপ্লব। আমরা গোলকিপারদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করতে চাই। বিপ্লব সার্বিকভাবে সেরাদের একজন।’
গোলরক্ষক কোচিংয়ের ‘এ’ লাইসেন্স এর আগেই সম্পন্ন করেছেন বিপ্লব। তিনি অপেক্ষায় আছেন ‘বি’ লাইসেন্স সার্টিফিকেটের। দেশের আনাচেকানাচে থেকে থেকে প্রতিভাবান গোলরক্ষক খুঁজে বের করতে তিনি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেও যুক্ত থাকবেন।
বাংলা/এসএ/