ফাইল ছবি
অভিনয় দক্ষতায় ছোট পর্দা ও বড় পর্দা—দুই জায়গায়ই সফলতার ছাপ রেখেছেন জাকিয়া বারী মম। তার নতুন সিনেমা ‘আগামীকাল’ নির্মাণ শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মার্চ মাসেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যদিয়েই দীর্ঘদিন পর আবারো বড় পর্দায় ফিরছেন মম।
বিষয়টি নিশ্চিত করে ছবির প্রযোজক টুটুল চৌধুরী বলেছেন, ‘‘আমরা চেষ্টা করছি স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে ছবিটি মুক্তি দেয়ার। তার জন্য ছবি মুক্তির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি।’
অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ সিনেমায় রূপা নামের চরিত্রে দেখা যাবে মমকে। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘সিনেমার গল্প এবং আমার চরিত্র দুটোই এক কথায় খুব ভালো লেগেছে। এর আগে নির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তিনি চেষ্টা করেছেন গল্পটা যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা ছবি মুক্তি পেলে দর্শকই ভালো বলতে পারবেন।’
নিজের নতুন এই সিনেমা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মম। সেই সাথে দর্শকদের ছবিটি দেখারও আমন্ত্রণ জানিয়ে রাখলেন তিনি।
মম বললেন, ‘দর্শকের কাছে অনুরোধ থাকবে সিনেমাটি মুক্তি পেলে তারা যেন করোনায় নিজেদের সতর্ক রেখে, সচেতন থেকে হলে গিয়ে সিনেমাটি উপভোগ করেন।’
‘আগামীকাল’ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রযোজক টুটুল চৌধুরী। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত সিনেমার মম’র বিপরীতে রয়েছেন মডেল-অভিনেতা ইমন। এছাড়াও এতে আরো কিছু চরিত্রে দেখা যাবে আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, তারিক স্বপনের মতো অভিনয়শিল্পীদের।
তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল জাকিয়া বারী মম‘র। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘আলতাবানু’, ‘দহন’, ‘প্রেম করবো তোমার সাথে’ও ‘স্বপ্নের ঘর’-এর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া ছোট পর্দার পাশাপাশি সাম্প্রতিক সময়ে ওয়েব সিরিজেও অভিনয় করে চলেছেন মম।
বাংলা/এসএ/