ছবি : সংগৃহীত
বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘরে আগুন লেগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই শারীরিকভাবে প্রতিবন্ধী।
গতকাল ২২ জানুয়ারি, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের কুমারটেক গ্রামে এ ঘটনা ঘটে৷ ডেসকো ও পবিস-২ এর ১১ হাজার ভোল্টের দুইটি বৈদ্যুতিক তার ছিঁড়ে মাছুম মিয়ার বাড়িতে পড়লে অগ্নিকাণ্ডটি ঘটে।
এসময় বাড়ির মালিক মাছুম মিয়া (৪০), তার প্রতিবন্ধী স্ত্রী সীমা বেগম (৩২), প্রতিবন্ধী দুই ছেলে মো. রাসেল (১৭) ও ছোট ছেলে রহমত উল্লাহ্ (১০) প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করে পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) উচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে।’
এরপর পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে মাসুম মিয়ার ঘরের টিনের চালের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায় বলে জানান তিনি।
এসময় ঘরে থাকা বাড়ির মালিক মাছুম মিয়া ও তার ২ প্রতিবন্ধী শিশু সন্তানসহ ৩ জন ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলা/এসএ/