ফাইল ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) নির্বাচনী হাওয়ার মধ্যেই শহরটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ২৫ জানুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর ৩-৭ ফেব্রুয়ারি চট্টগ্রামেই শুরু হবে টেস্ট সিরিজ। উভয় দলের খেলোয়াড়দের বন্দরনগরীতে অবস্থানকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্র জানায়, খেলা চলাকালীন সময়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।
ইতোমধ্যে সফরকে সামনে রেখে গতকাল ২২ জানুয়ারি, শুক্রবার নিরাপত্তা মহড়া দিয়েছে প্রশাসন। এদিন সকালে ক্রিকেটারদের অবস্থানের স্থান হোটেল রেডিসন ব্লু থেকে সাগরিকার মোড় পর্যন্ত চলে মহড়া।
ক্রিকেটারদের আনা-নেওয়ার এই পথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যৌথ মহড়া দেয় র্যাব-পুলিশ ও ফায়ার সার্ভিস। এতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ঘটলে প্রদক্ষেপসমূহ প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ এ বিষয়ে বলেছেন, ‘আমাদের পর্যাপ্ত সদস্য নিরাপত্তার স্বার্থে নিয়োজিত থাকবে। এখানে নির্বাচন আছে। তাই কোনোভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় তার দিকে খেয়াল রাখব।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘কোভিড ও নির্বাচন দুটো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি।’
বাংলা/এসএ/