জেনারেল (অব.) লয়েড অস্টিন [ফাইল ছবি]
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির সিনেটের চূড়ান্ত অনুমোদন পেয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) লয়েড অস্টিন। নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই পদটির জন্য তাকে মনোনীত করলেও আইনি জটিলতায় তার নিয়োগ ঝুলে ছিল।
দেশটির আইনে কোনো সেনাপ্রধান হিসেবে অবসর নেয়ার ৭ বছরের মধ্যে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেতে পারেন না। ২০১৬ সালে অবসর নেন লয়েড অস্টিন। যে কারণে তার নিয়োগ চূড়ান্ত করতে সিনেটের অনুমোদন নিতে হতো।
গতকাল ২২ জানুয়ারি, শুক্রবার অবশেষে ৯৩-২ ভোটে অনুমোদিত হয় লয়েডকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগের প্রস্তাবটি। ফলে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে পেন্টাগনের শীর্ষ পদে আসীন হতে যাচ্ছেন তিনি।
এর আগে গত ২১ জানুয়ারি, বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদে তার নিয়োগের প্রস্তাব পাস হয়েছিল।
এদিকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব লাভের পর এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনারেল (অব.) লয়েড অস্টিন।
বাংলা/এসএ/