ফাইল ছবি
দেশের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈমকে এবার দেখা যাবে থ্রিডি সিনেমায়। খোলামেলা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা নায়লা অভিনয় করতে যাচ্ছেন আহমেদ সাব্বিরের পরিচালনায় ‘কমলীবালা দেবী’ নামের থ্রিডি সিনেমাটির প্রধান চরিত্রে।
মূলত মডেল নায়লা নাঈম পেশায় ডেন্টিস্ট। ইতোপূর্বে বিজ্ঞাপনের পাশাপাশি তাকে দেখা গেছে নাটক, চলচ্চিত্রের আইটেম গানে অভিনয় করতে। যদিও ২০১৪ সালে কাজী মারুফের বিপরীতে একটি সিনেমায় অভিনয়ের কথা থাকলেও সেই সিনেমাটি শেষ পর্যন্ত আর হয়নি। তাই তার অভিনীত প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘কমলীবালা দেবী’।
সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে নায়লা বলেন, ‘এতে অভিনয়ের বিষয়ে নির্মাতার সঙ্গে কথা হয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি, আলোচনা চলছে। কাজের ব্যস্ততার কারণে ছবির গল্পটি দেখা হয়নি। সব কিছু চূড়ান্ত হলে এরপর জানাবো।’
পরিচালক আহমেদ সাব্বির এ বিষয়ে জানান, এই সিনেমার জন্য ভারতের মুম্বাইয়ের স্কাইওয়ার্ক স্টুডিওয়ের প্রধান আশিষ মিত্তালের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রতিষ্ঠানটি ভারতের ‘রোবট টু’ এবং বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমা ‘অলাতচক্র’ র থ্রিডি শুটিং থেকে শুরু করে অন্যান্য ব্যাপারে সহায়তা করেছে বলেও জানান পরিচালক।
অষ্টাদশ শতাব্দীর অবিভক্ত বাংলার একটি রাজপরিবারের গল্প অবলম্বনে নির্মিত হবে ‘কমলীবালা দেবী’নামের সিনেমাটি। এটি প্রযোজনা করছেন নিশাত খান শর্মী। আর চিত্রগ্রাহক হিসেবে থাকছেন তরুণ চিত্রগ্রাহক ইমরুল হাসান।
এর আগে নায়লা নাঈমের জীবনী নিয়ে ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান’ নামের বই প্রকাশ করেছিলেন সিনেমাটির পরিচালক আহমেদ সাব্বির।
বাংলা/এসএ/