ছবি : সংগৃহীত
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে একটি ক্লাবের চার ফুটবলারসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চতুর্থ বিভাগের ওই ক্লাবটির সভাপতিও রয়েছেন। অপরজন হলেন বিমানটির পাইলট।
স্থানীয় সময় গতকাল ২৪ জানুয়ারি, রবিবার সকাল সোয়া ৮টার দিকে দেশটির মধ্যাঞ্চলীয় টকানটিস প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। এতে করে ব্রাজিলিয়ান কাপ নামের একটি টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছিলেন পালমাস ফুটবল ক্লাবের কয়েকজন সদস্য। টুর্নামেন্টটি কোপা ভের্দে হিসেবে পরিচিত।
নিহতরা হলেন, বিমানটির পাইলট ওয়াগনার, ক্লাবটির সভাপতি লুকাস মেইরার ও চার ফুটবলার লুকাস প্রাজেডেস, গুলিহেরমে নো, রানুলে এবং মার্কস মলিনারি।
আজ ২৫ জানুয়ারি, সোমবার গোইয়ানিয়া শহরে ভিলা নোভা‘র বিপক্ষে শেষ ষোল’র ম্যাচে খেলার কথা ছিল পালমাসের। অন্য খেলোয়াড়রা বাণিজ্যিক বিমানে করে যাত্রা করেছিলেন। কিন্তু এই খেলোয়াড়রা করোনা থেকে সম্প্রতি সুস্থ হওয়ায় তাদের আলাদা করে যাত্রা করতে হয়েছিল। রবিবারই তাদের আইসোলেশন শেষ হয়।
পালমাস ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, টেকঅফের পরপরই রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। এতে সকল আরোহীর মৃত্যু হয়।
বাংলা/এসএ/