ছবি : সংগৃহীত
দেশের সর্ববৃহৎ পেমেন্ট গেটওয়ে এসএসএলকমার্জ এবং বিশ্বের শীর্ষস্থানীয় পেমেন্ট নেটওয়ার্ক ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এখন থেকে ইউনিয়ন পে এর কার্ডহোল্ডাররা বাংলা কিউ আর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
সম্প্রতি এসএসএলকমার্জ এর কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মিস শাও মিন, জেনারেল ম্যানেজার, ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল, মিঃ জেরি জিয়াং, রিজিওনাল হেড, ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল এবং জনাব আহমেদ কামাল খান চৌধুরী, গ্রুপ অ্যাডভাইজর ও এস এস এল কমার্জ এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফুল ইসলাম অনলাইন এ অংশগ্রহন করেন।
ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোক্তা, রেস্টুরেন্ট, মুদির দোকান বা যে কোনো ধরণের খুচরা বিক্রেতা এবং নিম্ন, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত, সব রকমের ক্রেতাদের জন্য স্পর্শবিহীন এই আধুনিক পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা ক্যাশ অথবা কার্ড স্পর্শ না করে সহজ এবং সুবিধাজনকভাবে ডিজিটাল পেমেন্ট করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত দেশের জাতীয় কিউআর হচ্ছে বাংলা কিউআর। এর মাধ্যমে স্মার্টফোন দিয়ে কিউআর কোড স্ক্যান করে ক্রেতারা ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। এই লেনদেনে টাকা স্পর্শ করার কোন প্রয়োজন নেই, তাই এটিকে বলা হচ্ছে স্পর্শবিহীন প্রযুক্তি। করোনা মহামারির এই সময়ে স্পর্শবিহীন এই প্রযুক্তি গ্রাহকদেরকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত রাখবে। এই পদ্ধতিতে লেনদেন হবে দ্রুত এবং সুরক্ষিত। বাংলা কিউআর -এর এই সুবিধা নিতে উদ্যোক্তা, দোকানদার বা খুচরা বিক্রেতাদের কোনো ধরণের মেশিন বা যন্ত্রের প্রয়োজন নেই। বাংলা কিউআর -এর মাধ্যমে পেমেন্ট গ্রহণের সাথে সাথে দোকানদার বা ক্যাশিয়ারের মোবাইল এ পেমেন্ট কনফার্মেশন এসএমএস -এ চলে আসবে এবং একটি মার্চেন্ট অ্যাপের মাধ্যমে দোকানের মালিক তার দিনের সকল লেনদেন দেখতে পারবেন। এই অ্যাপে উদ্যোক্তা, দোকানদার বা খুচরা বিক্রেতাদের জন্য থাকবে আরো অনেক ধরনের সেবা গ্রহণের সুবিধা যেমন ডিজিটাল হালখাতা, ডিজিটাল সেবা বিক্রয়, এবং সরবরাহকারী, পাইকারি বা পরিবেশকের পেমেন্ট, ইত্যাদি।
এক যুগ ধরে এসএসএলকমার্জ বাংলাদেশের অনলাইন পেমেন্ট এবং ই-কমার্স খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং মার্চেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে সুনামের সাথে দেশের গুরুত্বপূর্ণ সব উদ্যোক্তা এবং মার্চেন্টদেরকে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে যাচ্ছে।
ইউনিয়ন পে ইন্টারন্যাশনাল বাংলাদেশে তাদের মোবাইল পেমেন্ট প্রোডাক্টস এবং সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য কাজ করছে। প্রথম আন্তর্জাতিক কার্ড স্কিম হিসেবে তারা বাংলাদেশে কিউআর কোড পেমেন্ট, ভার্চুয়াল কার্ড এবং ই-ওয়ালেট নিয়ে কাজ করছে।
এসএসএলকমার্জ প্ল্যাটফর্ম পিসিআই ডিএসএস সার্টিফায়েড এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) হিসেবে লাইসেন্সপ্রাপ্ত। পিসিআই ডিএসএস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ডাটা সিকিউরিটির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কমপ্লায়েন্স সার্টিফিকেশন। অনলাইন পেমেন্টকে শক্তিশালী করার জন্য কার্ডের তথ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং ব্যবহারের জন্য গ্রাহকের কার্ডের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয় এই সার্টিফিকেশনের মাধ্যমে।