ফাইল ছবি
২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। করোনাভাইরাসের মহামারীর কারণে ফলাফলের মূল্যায়নে পরীক্ষা ছাড়াই সকলে পাস করেছেন। অর্থাৎ, ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন এইচএসসি পরীক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়েছেন।
এদের মধ্যে ১১ দশমিক ৮৩ শতাংশ জিপিএ-৫ পেয়েছেন, এদের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন।
এসএসসি ও জেএসসির গড় ফলের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৫৭ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। রাজশাহী বোর্ডে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ হাজার ৫৬৮ জন, দিনাজপুর রোর্ডে তৃতীয় সর্বোচ্চ ১৪ হাজার ৮৭১ জন জিপিএ-৫ পেয়েছেন।
এছাড়া যশোরে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রামে ১২ হাজার ১৪৩ জন, ময়মনসিংহে ১০ হাজার ৪০ জন, কুমিল্লায় ৯ হাজার ৩৬৪, বরিশালে ৫ হাজার ৫৬৮ ও সিলেটে ৪ হাজার ২৪২ জন পেয়েছেন জিপিএ-৫।
এর আগে আজ ৩০ জানুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি ফলাফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ৯টি সাধারণ শিক্ষাবোর্ড ও কারিগরি ও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানদের কাছ থেকে ফলাফল গ্রহণ ও ঘোষণা করেন।
বাংলা/এসএ/