ছবি : সংগৃহীত
পূর্ণচন্দ্র অবলোকনের সময় পা পিছলে পড়ে মারা গেছেন গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন (৩৪)। ভক্ত-শ্রোতামহলে যিনি সোফি নামেই পরিচিত ছিলেন।
গ্রীসের রাজধানী অ্যাথেন্সে গতকাল ৩০ জানুয়ারি, শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতেই তার মৃত্যু হয় বলে টুইট বার্তায় নিশ্চিত করেছের সোফির এজেন্ট।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম নেন সোফি জিওন। ২০১৩ সালে একক শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর আগে মাদারল্যান্ড নামে একটি ব্যান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।
২০১৮ সালে "Oil of Every Pearl's Un-Insides" শিরোনামে সোফির প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়েছিল। এর আগে ২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। "Bitch, I'm Madonna" এককটি ম্যাডোনার সঙ্গে প্রযোজনা করেছিলেন তিনি। এছাড়াও নিক্কি মিনাজ, ক্যামিলা ক্যাবেল্লো, চার্লি এক্সসিএক্স, ভিন্স স্টেপলস, কিম প্যাটার্সসহ বহু শিল্পীর সাথে কাজ করেছেন সোফি।
বাংলা/এসএ/