ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুসের সাথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত
করোনাকে হারিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপ দর্শকপূর্ণ গ্যালারিতে হবে বলে আশা প্রকাশ করেছেন তবে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
করোনা টিকার সুষম বণ্টন সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত এক ভার্চুয়াল সভায় গতকাল ১ ফেব্রুয়ারি, সোমবার এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেছেন, ‘আমি খুবই আত্মবিশ্বাসী যে বিশ্বকাপের মাধ্যমে আমরা পৃথিবীকে আবার এক সুতোয় গাঁথতে পারবো। আবার আমরা গ্যালারিতে উল্লাস করতে পারবো। করোনাকে হারিয়ে ২০২২ কাতার বিশ্বকাপ হবে দর্শকপূর্ণ মাঠে।’
সভায় কোনোভাবেই সাধারণ মানুষের চেয়ে ক্রীড়াবিদদের করোনার টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া ঠিক হবে না বলেও মত দেন ইনফান্তিনো।
সভাটিতে লিভারপুলের ইংলিশ কিংবদন্তি স্ট্রাইকার মাইকেল ওয়েনও যোগ দিয়েছিলেন।
সাধারণত জুন-জুলাইয়ে এখন পর্যন্ত বিশ্বের নানা প্রান্তে ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিতব্য আগামী আসরটি অনুষ্ঠিত হবে নভেম্বর-ডিসেম্বরে। ২০২২ সালের ২১ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপের সমাপনী ঘটবে ১৮ ডিসেম্বর।
বাংলা/এসএ/