ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সমকামী ব্যক্তি হিসেবে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হয়েছেন পিট বুটিজিজ। দেশটির ইন্ডিয়ানা রাজ্যের ব্যান্ড সিটির মেয়র ৩৯ বছর বয়সী বুটিজিজকে বাইডেন প্রশাসনে পরিবহনমন্ত্রী পদে মনোনয়ন নিশ্চিত করেছে সিনেট।
গতকাল ২ ফেব্রুয়ারি, মঙ্গলবার সিনেটে মনোনয়নের প্রস্তাবের পক্ষে পড়ে ৮৬টি ভোট। অপরদিকে বিপক্ষে পড়ে ১৩ ভোট। জো বাইডেনের মন্ত্রিসভায় সবচেয়ে কম বয়সী মন্ত্রী বুটিজিজ ৫৫ হাজার কর্মী ও বার্ষিক বিশাল বাজেটের ফেডারেল পরিবহন বিভাগের নেতৃত্ব দেবেন।
আরিজোনা থেকে নির্বাচিত দেশটির প্রথম উভয়লিঙ্গের সিনেটর ক্রিস্টেন সাইনেমা গতকাল মঙ্গলবার পিট ব্যাটিগিগ মনোনয়ন নিশ্চিত করার শুনানিতে সভাপতিত্ব করেন।
এই শুনানিতে দেয়া বক্তব্যে পিট বলেন, ‘আমেরিকার বর্ণবাদ ও অর্থনৈতিক বাস্তবতার সাথে সংযোগ সৃষ্টির জন্য অবকাঠামো অবস্থা খুবই জরুরি বিষয়।’
পরিবহনমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতি বাইডেনের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিশ্রুতি, করোনা মহামারীসহ অন্যান্য বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
গত রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিসাবে বাছাইপর্বেও অংশ নিয়েছিলেন প্রকাশ্য সমকামী বুটিজিজ। ১৯৮২ সালের জানুয়ারিতে সাউথ ব্যান্ড শহরে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক এই মার্কিন নৌসেনা কর্মকতা পরবর্তীতে নিজ শহরের মেয়রও নির্বাচিত হন।
বাংলা/এসএ/