ছবি : প্রতীকী
সৌদি আরবের মদিনায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারি, বুধবার বাংলাদেশ সময় সকালে (সৌদি সময় ভোর) নগরীর আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছের আল খলিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের মধ্যে চট্টগ্রামের লোহাগড়া থানার ৩ জন, কক্সবাজারের টেকনাফের ৩ জন ও রামুর একজন আছেন। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন—লোহাগাড়া সদর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সুখছড়ি শাম্বির পাড়ার নিজাম ও আরাফাত। এরা দুজন সহোদর। অতিমাত্রায় দগ্ধ হওয়ায় বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের আইন সহকারী মো. মহসীন হোসেন গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ।’
মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনা আরো কয়েকজন আহত হয়েছেন।
এদিকে করোনা মহামারীর মধ্যে কাজ ও অর্থ সংকটের মধ্যে এমন দুর্ঘটনার দেশটিতে অবস্থানরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইতোপূর্বে আরো কয়েকটি অগ্নিকাণ্ডে সৌদি আরবে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বছর চারেক আগে দেশটির রাজধানী রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু হয়। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার আরেকটি সোফা কারখানার আগুন লেগেছিল। সেখানে প্রাণ হারিয়েছিলেন আরো ৪ বাংলাদেশি।
বাংলা/এসএ/