ছবি : সংগৃহীত
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে গলা কেটে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দেশটির নর্থ ক্যারোলাইনা রাজ্য থেকে ২৭ বছর বয়সী এক যুবককে আটকের পর কারাগে পাঠিয়েছে আদালত। গত ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ফেডারেল আদালতে জমা দেওয়া মামলার নথির বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ৫ ফেব্রুয়ারি ডেভিড কাইল রিভস নামের ওই যুবককে নর্থ ক্যারোলাইনা থেকে গ্রেপ্তার করা হয়।
সরকারি আইনজীবীরা জানিয়েছেন, গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকবার হোয়াইট হাউজে ফোন করে রিভস রাষ্ট্রপতি বাইডেনসহ আরো কয়েকজনকে হত্যার হুমকি দেন।
রিভস একটি ফোন কলে জানিয়েছিলেন, তিনি সকলকে হত্যার পর তাদের মাথা কেটে ফেলবেন।
এর পরপরই তৎপর হয়ে উঠে নিরাপত্তা বাহিনী। পরে তাকে আটক করা হয়। গত বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় ফেডারেল আদালতে রিভসকে উপস্থাপনের পর আদালত তাকে কারা হেফাজতে নেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে হত্যার হুমকির বিষয় প্রমাণিত হলে অভিযুক্তের পাঁচ বছরের কারাদণ্ড হয়। এছাড়া তাকে আড়াই লাখ ডলার জরিমানাও করা হয়।
বাংলা/এসএ/