ছবি : সংগৃহীত
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘির নাম ঘোষণা করেছে ইতালি। তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। আজ ১৩ ফেব্রুয়ারি, শনিবারই তার শপথ নেয়ার কথা রয়েছে।
করোনাভাইরাসের মহামারীতে বিপর্যস্ত দেশটির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেলার সঙ্গে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসেবে গতকাল দ্রাঘির নাম ঘোষণা করা হয়। ইতোমধ্যে তার প্রতি ইতালির প্রায় সকল রাজনৈতিক দলই সমর্থন জানিয়েছে।
করোনার কারণে ইতালিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে গত মাসে জিউসেপ্পে কন্তের নেতৃত্বাধীন সরকারের পতন ঘরে। ওই সরকারের ওপর থেকে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি’র দল ইটালিয়া ভিভা পার্টির সমর্থন প্রত্যাহারের পরই পদত্যাগ করেন কন্তে।
ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ। এখন পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ লাখ মানুষ। এদের মধ্যে ২২ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠলেও এখনো চিকিৎসাধীন আছেন সোয়া চার লাখের বেশি ইতালিয়ান।
বাংলা/এসএ/