ছবি : সংগৃহীত
শিশুদের জন্য দুরন্ত টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠান ‘ভুলোস্টাইন’। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার, দুপুর ২:৩০ মিনিটে ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মজার এই অনুষ্ঠানটি। ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে এই অনুষ্ঠানটি ।
শিশুরা প্রকৃতিগতভাবে বিজ্ঞানেআগ্রহী। সবকিছুতেই তাদের কৌতূহল। অজানাকে জানার এই আগ্রহগুলো যুক্তি দিয়ে মেটানো সম্ভব বিজ্ঞানের ছোট ছোট মজার পরীক্ষার মাধ্যমে। দুরন্ত টেলিভিশনের‘ভুলোস্টাইন’অনুষ্ঠানটিতে এমনই মজার মজার পরীক্ষার মাধ্যমে তুলে ধরা হয়েছে বিজ্ঞানের খুঁটিনাটি নানান বিষয়। ছোটদের কাছে বিজ্ঞানকে আরো সহজ করে তুলে ধরা এবং তাদেরকে বিজ্ঞানের প্রতি আরো আগ্রহী করে তোলাই এই অনুষ্ঠানের লক্ষ্য।
অনুষ্ঠানটিতে দেখা যাবে ভুলোমনা বিজ্ঞানী ভুলোস্টাইনকে, যার সময় কাটে বিজ্ঞানকে ঘিরে। সাথে রয়েছে সহযোগী পিকু। আরো রয়েছে তার কয়েকজন ক্ষুদে বিজ্ঞানী বন্ধু। এদের মধ্যে দুই বন্ধু মজার মজার বিজ্ঞানের খেলা দেখায় প্রতিদিন। অবাক করে দেয় পিকু ও ভুলোস্টাইনকে।
'ভুলোস্টাইন' চরিত্রটির পাপেট পরিচালনায় আছেন শুভঙ্কর দাশ শুভ। সহযোগী পিকুর চরিত্রে অভিনয় করেছেন রামিজ রাজু। ক্ষুদে বিজ্ঞানী হিসেবে রয়েছে ফারজানা আক্তার মীম, উনাইসা তিজান খান, তোকি ইয়াসার আয়মান, শুক্লিমা শ্রদ্ধা, তাসলিম কাদের মুন, ত্রিদিব সরকার, ত্রিয়াশা সরকার, নীল স্রোতস্বিনী, মালিহা ইউসূফ, সৌবন্তিক সমৃদ্ধ, মাইমুনা ইসলাম মেধাসহ আরো অনেকে।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন ও ফাহিমা আহমেদ চৈতী। বিজ্ঞপ্তি।