• বিদেশ ডেস্ক
  • ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:২১:৩২
  • ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:২১:৩২
অন্যকে জানাতে পারেন: Facebook Twitter Google+ LinkedIn Save to Facebook প্রিন্ট করুন
বিজ্ঞাপন

পাঁচ হাজার বছরের পুরনো মদের ভাণ্ডার!

ছবি : সংগৃহীত

প্রত্নতাত্ত্বিকদের কাছে আজো বিস্ময় হয়ে আছে প্রাচীন মিশর। সেখানকার মাটি খুঁড়লেই মেলে পুরনো সভ্যতার নানা নিদর্শন। সম্প্রতি সেখানকার মাটি খুঁড়ে মিলেছে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো মদের ভাণ্ডার!

অ্যাবিডোসে এলাকায় যুক্তরাষ্ট্র ও মিসরের যৌথ উদ্যোগে পরিচালিত খননকাজের এর খোঁজ মিলে বলে গত ১৩ ফেব্রুয়ারি, শনিবার বিষয়টি নিশ্চিত করেছে মিসরের পর্যটন মন্ত্রণালয়। আর খননসংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিকদের দাবি, পৃথিবীর সবচেয়ে পুরনো মদ তৈরির কারখানা এটিই।

খননকাজের প্রধান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাথু অ্যাডামসের ধারণা, ‘সম্ভবত এখানে মদ তৈরি করা হত মিশরের রাজ পরিবারের সদস্যদের অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহারের জন্য।’

সব মিলিয়ে অ্যাবিডোসের ওই স্থানে আটটি বড় বিশেষ পাত্রে এসব মদ রাখা ছিল। একেকটি বিশেষ পাত্রে ৪০টি করে মদ রাখার পাত্র ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের ধারণা, ফারাও নার্মারের রাজত্বকালে ওই মদগুলো সেখানে রাখা হয়।

বাংলা/এসএ/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Page rendered in: 0.1454 seconds.