ছবি : সংগৃহীত
ভারতে ফের উত্তাপ ছড়িয়েছেন মার্কিন পপস্টার রিহান্না। সোশ্যাল মিডিয়ায় নিজের একটি টপলেস ছবি শেয়ার করেছেন তিনি। আর এতে তার বুকের নিচে ঝুলছে ভারতীয় দেবতা গণেশের প্রতিমাঅঙ্কিত একটি লকেট! এই ছবি ভাইরাল হতেই ভারতীয় হিন্দুদের একাংশ একে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলেছেন।
গত ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেছেন। যার ক্যাপশনে লেখা হলিউডের ‘ব্যাড গার্ল’ পপতারকা পপকনের ‘নেকেড’ গানের লাইন—‘হে কন্যা, আমি চাই না আজ রাতে তুমি আমার জন্য অন্তর্বাস পরো’।
পুরোপুরি অর্ধাঙ্গই অনাবৃত রিহান্নার। তবে নিজের বক্ষ ঢেকে রেখেছেন হাত দিয়ে। গলায় রয়েছে দুটি হার। বুকে ঝুলছে হালকা বেগুনি রঙের একটি বিডসের হার। রুপালি রঙা চেইন থেকে পেটের কাছে ঝুলে রয়েছে গণেশের প্রতিমাঅঙ্কিত লকেটটি। ছবিটি ছড়িয়ে পড়তেই ভারতীয় নেটিজেনদের একাংশ তাকে আক্রমণ করে যাচ্ছেন। অবশ্য অনেকেই এটিকে ব্যক্তিস্বাধীনতা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে আর কিছু বলেননি রিহান্না।
এ মাসের শুরুতেই ভারতের কৃষক আন্দোলন নিয়ে টুইটারে পোস্ট করে ভারতীয় জাতীয়তাবাদীদের চক্ষুশূল হয়েছেন এই মার্কিন গায়িকা। কৃষক আন্দোলন সংক্রান্ত সিএনএন-এর সংবাদের লিঙ্ক টুইট করে তিনি লিখেছিলেন—‘আমরা এটা নিয়ে কথা বলছি না কেন?’ যা আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে।
এরপরই ভারতীয় তারকাদের একাংশ রিহান্নাকে আক্রমণ করে মন্তব্য করেন। এর জের কাটতে না কাটতেই আবারও ভারতীয় দেবতার প্রতিকৃতির লকেট পরলেন নিজের অনাবৃত উর্ধ্বাঙ্গে! এ নিয়ে ভারতীয়দের ধর্মাবমাননার অভিযোগের মুখে পড়লেন তিনি।
তবে এই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ মসজিদের কাছাকাছি স্থানে ‘অশালীন’ ফটোশ্যুটের অভিযোগ উঠেছিল রিহান্নার বিরুদ্ধে।
বাংলা/এসএ/