ছবি : বাংলা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান।
গতকাল ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ল’ রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি।
সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান খান লিখিত বক্তব্যে বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে লক্ষ করে গত ১৭ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।’
এসময় বিশেষ করে দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক খন্দকার মাহবুব হোসেনের করা মন্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।
ওয়ালিউর রহমান খান বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরি পরিষদ নির্বাচনে রাজনৈতিক দলের প্যানেলভুক্ত প্রার্থিতার কোনো বিধান নেই। তদুপরি খন্দকার মাহবুব হোসেন আমাকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন যে “এরা নিজের স্বার্থের জন্য এবং নিজেদের সুবিধার জন্য একেক দলের পিছনে ঘুরে বেড়ায় এবং সরকারের উস্কানিতে আমরা নির্বাচনে দাড়িয়েছি” এই ধরনের বক্তব্য উনার নিকট থেকে আশা করিনা। যিনি নিজেই বিভিন্ন দল করে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।’
তিনি বলেন, ‘খন্দকার মাহবুব হোসেন বারের নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে ফজলুর রহমান খানকে মনোনয়ন দেন। ফজলুর রহমান বিএনপির রাজনীতির আগে বিভিন্ন দলের সঙ্গে জড়িত ছিলেন। কাজেই নির্বাচনকে কেন্দ্র করে খন্দকার মাহবুব হোসেনের বক্তব্য শুধু কুরুচিপূর্ণ নয় মানহানিকরও বটে।’
ওয়ালিউর রহমান খান আরো বলেন, ‘নির্বাচনে সমিতির যে কোনো সদস্য প্রার্থী হওয়ার অধিকার রাখে। সে কোনো রাজনৈতিক দলের সমর্থক হোক বা না হোক। নির্বাচনে অংশ নেয়া তার ব্যক্তিগত ব্যাপার। নির্বাচনের পূর্বে এ ধরনের বক্তব্য পরিবেশ নষ্ট ও কটাক্ষমূলক।’
কাজেই এমন বক্তব্যদান থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।