ছবি : সংগৃহীত
কানাডার মধ্যাঞ্চলীয় ম্যানিটোভা প্রদেশে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজ্যটির আরবর্গ শহরের উত্তরে ৭ নম্বর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—আদিত্য নোমান, রসুল বাঁধন ও আরানুর আসাদ চৌধুরী। তাদের বয়স ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। এরা সকলেই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশি কমিউনিটির আবদুল বাতেন জানান, নিহত ৩ ছাত্র নর্দার্ন অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এ দুর্ঘটনার পতিত হন তারা।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তারা ব্যাপক পরিচিত ছিলেন উল্লেখ করে তিনি আরো জানান, তাদের অকাল মৃত্যুতে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলা/এসএ/