ছবি : প্রতীকী
বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এই দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ ২১ ফেব্রুয়ারি, রবিবার ভোর ৫টার দিকে শেরপুর পৌর এলাকার উপজেলা হামজাপুর কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সাথে ঘটনাস্থলে বগুড়াগামী যাত্রীবাহী এসআর পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই ৬ জন মারা যান।
আহতদের উদ্ধার করে এলাকাবাসীর সহযোগিতায় বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আরো ৪ জনের অবস্থা গুরুতর।
বাংলা/এসএ/