ছবি : সংগৃহীত
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা সবসময় তাদের সন্তানের বিশেষ যত্ন নিয়ে ব্যস্ত থাকেন। নিজের জন্যে ভালো কিছু সময় বের করতে পারাটা তাদের হয়ে ওঠে না। মানসিকভাবে বিপর্যস্ত থাকেন । নারী হিসেবে তারা সবসময় পিছিয়ে থাকেন এবং গুটিয়ে রাখেন নিজেকে।
এই ভাবনাকে মাথায় রেখে বিশ্ব নারী দিবস ২০২১ উপলক্ষ্যে "আলোর পাখি ফাউন্ডেশন" সোমবার ভিন্ন এক আয়োজন করে ।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েরা আজ বিভিন্ন রকম খেলায় অংশগ্রহণ করেন এবং নিজ হাতে তৈরি খাবার পরিবেশন করেন । ফাউন্ডেশন কেন্দ্রে জমে ওঠে এক অনবদ্য আনন্দ ।
শিক্ষিকাদের জন্যও আয়োজন করা হয় মজার সব খেলা । খেলা শেষে সকল অভিভাবক ও শিক্ষিকাদের নারী দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোর পাখি ফাউন্ডেশন এর চেয়ারম্যান ঝুমনা মল্লিক, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও ট্রেজারার মোঃ ফরহাদ খান। উনারা সকলেই বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মায়েদের অভিন্দন জানান এবং সবসময় প্রতিষ্ঠান এর প্রতি আস্থা রাখার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমন একটি দিনে নিজেদের জন্যে একান্ত কিছু ভালো সময় উপভোগ করতে পেরে বিশেষ মায়েরা আনন্দ প্রকাশ করেন । এ প্রসঙ্গে রত্না জানান , আমাদের তো জীবনের মোড় ই ঘুরে গেল । আজকে হেসে খেলে আসলেই ভিন্ন রকম আমেজ লাগছে । বিদ্যা উপহার আর ফুল হাতে নিয়ে প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
তরুণদের কল্যাণমুখী সংগঠন “আলোর পাখি ফাউন্ডেশন”। পুরান ঢাকার সূত্রাপুরে অবস্থিত সংগঠনটি মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ শিক্ষা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে । এর মধ্যে রয়েছে স্কুলিং, শিশুবিকাশ কেন্দ্র, থেরাপি ইউনিট, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, টিচার্স ট্রেইনিং, আউটিং, সাংস্কৃতিকচর্চা, হোম প্রোগ্রাম, প্যারেন্টকাউন্সেলিং, সচেতনতাবৃদ্ধিমূলক কার্যক্রম ইত্যাদি ।