ছবি : সংগৃহীত
জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ ও বেসবল খেলোয়াড় অ্যালেক্স রদ্রিগেজের ব্রেকআপ হয়েছে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোতে এমনটাই খবর শোনা যাচ্ছে।
২০১৭ সালে এই জুটির প্রেমের সম্পর্ক শুরু। এমনকি ২০১৯ সালের মার্চে বাগদানও সারেন তারা। সেলেব্রিটি গসিপ সাইট টিএমজেড জানিয়েছে, শুক্রবার (১২ মার্চ) সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। যদিও পিপল ডটকম জানায়, অনেকদিন থেকেই তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল।
এদিকে পেজ সিক্স জানিয়েছে, ‘সাউদার্ন চার্ম’ তারকা ম্যাডিসন লেক্রয়ের সঙ্গে রদ্রিগেজের সম্পর্ক প্রকাশের পরই ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন লোপেজ।
গত ফেব্রুয়ারিতে এই দুটিতে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে। সেখানে ‘শটগান ওয়েডিং’ সিনেমার শুটিং করছিলেন জেনিফার। বর্তমানে এই অভিনেত্রী সেখানে শুটিংয়ে ব্যস্ত থাকলেও রদ্রিগেজ রয়েছেন মিয়ামিতে। বেসবলের পরবর্তী মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন এই তারকা খেলোয়াড়। এতে একটি প্রমোদতরীতে তাকে একা দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কিছু মনে করবেন না। সেলফির প্রস্তুতি নিচ্ছি। আপনার উইকেন্ডের পরিকল্পনা কি?’