ছবি : সংগৃহীত
আজ ১৭ মার্চ। প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী সাংবাদিক সফিউল আলম রাজার ২য় প্রয়াণ দিবস। ২০১৯ সালের ১৭ মার্চ মিরপুর পল্লবীতে নিজ কার্যালয় কলতান সাংস্কৃতিক একাডেমীতে ঘুম থেকে চিরঘুমের রাজ্যে পাড়ি জমান ক্ষণ জন্মা ভাওয়াইয়ার এই রাজকুমার।
গান দিয়ে শুরু এবং গান দিয়েই তার জীবনের পরি সমাপ্তি। তার গানের সুর হৃদয়ানুভবে নাড়া দিয়েছল ভাওয়াইয়া অঙ্গনের সকল দর্শক শ্রোতার। পেরে ছিলেন তরুণ প্রজন্মকে শেকড় মুখী করতে। ভাওয়াইয়ার প্রচার ও প্রসারের লক্ষ্যে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন এই গুণী শিল্পী।
দেশ এবং দেশের বাইরেও গান গেয়ে হয়েছেন দর্শক নন্দিত। তার গাওয়া- “ও মোর কালারে কালা/ ওপারে ছকিলাম বাড়ি।“ এই গানের মতোই পরপারে আপন ঠিকানা গড়েছেন অকাল প্রয়াত এই শিল্পী।