ছবি : সংগৃহীত
টানা দুই জয় নিয়ে নর্থ মেসিডোনিয়াকে আতিথ্য দিয়েছিল জার্মানি। তবে ঘরের মাঠে সুবিধা করতে পারলো না চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বের ‘জে’ গ্রুপের ম্যাচে বুধবার রাতে মেসিডোনিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজয় বরণ করলো জোয়াকিম লো’র শিষ্যরা।
ম্যাচের নবম মিনিটে প্রথম উল্লেখযোগ্য শট নেয় জার্মানি। ডি-বক্সের বাইরে থেকে লেয়ন গোরেটস্কার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও বাধা পায় ক্রসবারে। ২৭তম মিনিটে মেসিডোনিয়ার গোলরক্ষকের নৈপুণ্যে গোল পায়নি স্বাগতিকরা। সের্গে জিনাব্রির নেয়া জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে জাল অক্ষত রাখেন দিমিত্রিভস্কি।
৪০তম মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় মেসিডোনিয়া। আলিওস্কির ক্রসে আদেমির হেড দারুণভাবে ফিরিয়ে দেন জার্মানির গোলরক্ষক মার্ক আন্দ্রে-টের স্টেগান। প্রথমার্ধের যোগ করা সময়ে এসে আর পারেননি বার্সেলোনার এই গোলরক্ষক।
বার্ধির বাড়ানো বলে হালকা টোকায় স্কোর করে মেসিডোনিয়াকে এগিয়ে দেন গোরান পানদেভ। বাছাইপর্বের প্রথম গোল হজম করে জার্মানি।
৬৩তম মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন সানে। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পটকিক থেকে গোল করে ম্যাচ সমতায় ফেরান জার্মানির ইলকাই গিনদোয়ান।
৮০তম মিনিটে গিনদোয়ানের ভুলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করে জার্মানি। জশুয়া কিমিচের থ্রু বল ধরে গিনদোয়ান গোলরক্ষককে একা পেয়েও শট নেননি। আড়াআড়ি ক্রস বাড়ান টিমো ভেরনারের উদ্দেশে। চেলসির এই ফরোয়ার্ডের লক্ষ্যভ্রষ্ট শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।