ছবি : সংগৃহীত
করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মতো সকল নিয়ম মেনে চলছি। সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। দয়াকরে নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’
এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হন আলিয়ার প্রেমিক রণবীর কাপুর। তবে করোনামুক্ত হয়েছেন এই অভিনেতা। সম্প্রতি একজন নির্মাতার সঙ্গে দেখাও করেছেন তিনি। এই সময় গাড়িতে থাকা অবস্থায় ফটোসাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন রণবীর।