মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে অন্যরকম এক প্রতিবাদ জানিয়েছেন দেশটির সেনা সরকারবিরোধী বিক্ষোভকারীরা। ইস্টার সানডে উৎসবের ডিমের গায়ে সেনাশাসন অবসানের দাবিতে বিভিন্ন স্লোগান লিখে দেশটির বিভিন্ন শহরে প্রতিবাদ জানিয়েছেন তারা।
রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাশাসনের প্রতি জনতার প্রত্যাখ্যান প্রদর্শনের জন্য এবার ইস্টারের ডিমকে ব্যবহার করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের হাতে ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে স্লোগান লেখা এসব ডিম দেখা গেছে
সেনাশাসন অবসানের দাবিতে লেখা এসব ডিম নিয়ে রবিবার রাস্তায় বিক্ষোভ করেন মিয়ানমারের অসংখ্য মানুষ। বিক্ষোভ থেকে গেরিলা প্রতিবাদের আহ্বান জানানো হয়। নিন্দা করা হয় জান্তা সরকারের পক্ষে চীনের অবস্থান নিয়ে। ডিমের গায়ে লিখে এমন প্রতিবাদের নাম দেওয়া হয়েছে 'ইস্টার এগ'। এই প্রতিবাদের হাওয়া বইছে মিয়ানমারের পাশের দেশ থাইল্যান্ডেও।
উল্লেখ্য, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান হয়। ক্ষমতায় আসে সেনাবাহিনী। দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী ও দেশটির রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী।