লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে করোনায় ছোবলে এপর্যন্ত ত্রিশ লাখ মানুষ প্রাণ হারিয়েছে।
রয়টার্সের তথ্য অনুসারে, ২০২০ সালে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ লাখ। আর গেল তিন মাসে মৃত্যু হয়েছে ১০ লাখের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ১৩ কোটি ২৫ লাখের বেশি।
ভারতে ক্রমেই নাজুক হচ্ছে করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি। সংক্রমণ কমাতে দিল্লিতে মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ; তবে জরুরি পরিষেবা এর আওতামুক্ত থাকবে। কারফিউ চলবে আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত।